গত দুই বছর ধরে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা বিভাগীয় সাতটি শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হয়ে আসছে। গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 


সিলেট বিভাগীয় কেন্দ্র হিসেবে ওই ইউনিটের পরীক্ষা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (৪ মে) বিকালে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার শাবি কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক দিলারা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, 'আগামী ৬ মে ঢাবির কলা, আইন ও সমাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৭৫১ জন শিক্ষার্থী অংশ নিবেন।

 

এছাড়া ১২ মে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩০৫১ জন এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটে ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।'

 

পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক দিলারা রহমান বলেন, ঢাবি ভর্তি কমিটির নির্দেশে আমরা কাজ করছি। ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৬ মে শাবির পাঁচটি একাডেমিক ভবনে (এ, বি, সি, ডি, ই) সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ নোমান/ নাজাত