যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে শনিবার (৬ মে) অভিষেক হচ্ছে তৃতীয় চার্লসের। নানা রাজকীয় আয়োজনের মধ্যে দিয়ে চলছে এ অনুষ্ঠান।
তৃতীয় চার্লসের আগে ব্রিটেনে কোনো রাজা বা রানির রাজ্যাভিষেক হয়েছিল ১৯৫৩ সালে। অর্থাৎ ৭০ বছর আগে। দীর্ঘ সাত দশক পর আবারও ব্রিটেন ও বিশ্ববাসী ইতিহাসের স্বাক্ষী হচ্ছেন।
ব্রিটিশ রাজার অভিষেক নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বার্তাসংস্থা রয়টার্স, বিবিসি, স্কাইনিউজসহ সব বড় সংবাদমাধ্যমগুলো এ রাজ্যাভিষেক সরাসরি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচার করছে। এছাড়া টিভিতেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এ রাজকীয় অনুষ্ঠান। ফলে চাইলে খুব সহজেই ইউটিউবে গিয়ে আপনিও এই ইতিহাসের স্বাক্ষী হতে পারেন।
৬ মে ব্রিটিশ সময় সকাল ৬টা থেকে রাজ্যাভিষেকের অনুষ্ঠান শুরু হয়। যা প্রায় সারাদিনই চলবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের সব দেশের নেতারা ব্রিটিশ রাজার রাজ্যাভিষেকে যোগ দিয়েছেন।
গত বছরের ২২ সেপ্টেম্বর স্কটল্যান্ডে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর উত্তরাধিকারী হিসেবে ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে বসেন তার ছেলে চার্লস ফিলিপ আর্থার জর্জ। আজ তিনি আনুষ্ঠানিকভাবে রাজ মুকুট মাথায় পরবেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মাহি