বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সাথে অভিভাবকদের না আসার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ভর্তি পরীক্ষার দিনে ক্যাম্পাসে চলাচল নির্বিঘ্ন রাখতে এই আহ্বান জানিয়েছেন তিনি।
 

শনিবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।



ঢাবি উপাচার্য বলেন, অভিভাবকদের মনে রাখতে হবে, শিক্ষার্থীরা যেন নিজেদের মতো করে চলতে পারে। তাদের সক্ষম হয়ে গড়ে উঠতে হবে। একজন শিক্ষার্থীর পেছনে দুইজন অভিভাবক যেন না আসে। কারণ, আমাদের শিক্ষার্থীরা মেধাবী। তারা এরইমধ্যে ভালো ফলাফলের মধ্যে দিয়ে সফলতার স্বাক্ষর রেখেছে। তাদের সহযোগিতার জন্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা আছেন। বিভিন্ন ধরনের সংগঠন তাদের সহযোগিতায় তৎপর আছে। সব ব্যবস্থাপনাই রাখা হয়েছে, যেন তারা পরীক্ষা দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারে।
 

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘অসাধু চক্র জালিয়াতিতে তৎপর ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা সে বিষয়ে ব্যবস্থা নিয়েছি। তবুও আমাদের সর্বোচ্চ সজাগ থাকতে হবে। আমাদের ব্যবস্থাপনার মধ্যেও উন্নয়ন ঘটানো হয়েছে। কোনো ধরনের অসাধু চক্র আর সুযোগ পাবে না।’


এ সময় আসন কমানো প্রসঙ্গে ঢাবি উপাচার্য বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে। এখানে আবাসন সংকটও প্রকট। সামনের দিনগুলোতে আবাসন সুবিধা বাড়ানোর বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। ফলে সামনে চাপ কিছু কম অনুভূত হবে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য, জাতীয় চাহিদা, আন্তর্জাতিক মান বিবেচনায় আসনসংখ্যা বিজ্ঞানসম্মতভাবে কমানো হয়েছে।’
 

এদিকে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে সকাল ১১টায় শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষায় দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে এক লাখ ২২ হাজার ৮৮২টি। সেই হিসাবে প্রতি আসনে লড়ছেন প্রায় ৪২ জন শিক্ষার্থী।’

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এনটি


সূত্র : ঢাকা মেইল