এই মুহূর্তে আলোচিত নাম বুশরা আফরিন। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের তাপ নিয়ন্ত্রণে ‘চিফ হিট অফিসার’ হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন তিনি। এরপর থেকেই আলোচনা ও সমালোচনার টেবিলে বুশরা।

 


এবার নবনিযুক্ত এই হিট অফিসার সম্পর্কে জানা গেল নতুন এক তথ্য। বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। একাধারে একজন অভিনেত্রী ও প্রযোজক। কাজ করেছেন নুহাশ হুমায়ূন, প্রীতম হাসানের মতো মেধাবীদের সঙ্গে।
 

নুহাশ পরিচালিত ‘৭০০ টাকা’ নামের এক শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছিলেন গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূর। ক্ষুদে ছবিটি ইউটিউবে উন্মুক্ত। এতে বুশরার আগমন ঘটে ১১ মিনিট ২৪ সেকেন্ডে।
 

প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন বুশরা। নুহাশের আন্তর্জাতিক মানের সিনেমা ‘মশারি’র প্রযোজক হিসেবে আছেন তিনি। সিনেমাটির ট্রেলারের ক্রেডিট লাইনে দেওয়া আছে তার নাম। নিশ্চিত হওয়া গেছে নুহাশ সূত্রেও।
 

তবে এ বিষয়ে কথা বলেননি সংবাদমাধ্যমের সঙ্গে। কেননা তিনি সম্প্রতি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তার জন্য দোয়া চেয়েছেন উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এনটি


সূত্র : ঢাকা মেইল