পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে শনিবার পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটে্র বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা। স্বাগতিকদের দেওয়া ১৬৬ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শাহাজাইব খানের ৮৩ রানের সুবাদে ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তানের যুবারা। 
 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে শুরু থেকেই বিপদে থাকে টাইগাররা। দলীয় ২৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর মাহফুজুর রহমান রাব্বির ১০০ বলে অপরাজিত ৭০ রান ছাড়া আর কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি।



যে কারণে সবকটি উইকেট হারিয়ে টাইগার যুবারা শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৬৫ রান সংগ্রহ করে। পাকিস্তানি বোলারদের মধ্যে ১০ ওভার হাত ঘুরিয়ে ২৪ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন আমির হাসান।
 

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দেখে শুনেই খেলে পাকিস্তানি যুবারা। দুই ওপেনার আজান ও শাহজাইব মিলে গড়েন ১৪৮ রানের জুটি। এরপর ব্যক্তিগত ৮৩ রান করে ফিরে যান শাহজাইব খান। বাকিটা পথ শ্যামল হুসাইনকে সঙ্গে নিয়ে পাড়ি দেন আজান। এই ওপেনারের ব্যাট থেকে আসে ১০০ বলে ৬৯ রান।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এনটি


সূত্র : ঢাকা পোস্ট