সিলেটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে ব্যানার-ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছিলো মহানগর। নিজ উদ্যোগে এগুলো অপসারণের নির্দেশ দিলেও প্রার্থীরা মানেনটি তা। ফলে শনিবার (৫ মে) সকাল থেকে এসব ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযানে নেমেছে আঞ্চলিক নির্বাচন কার্যালয়।
তবে অপসারণ শুরু করলেও নগরবাসী বা পথচারীর জন্য আতঙ্ক রেখে যাচ্ছে অভিযান পরিচালনকারী টিমগুলো।
শনিবার বেলা ১১টার দিকে মহানগরের মেন্দিবাগস্থ সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে ৪টি টিম বের হয়ে বিভিন্ন স্থানে এ অভিযান শুরু করে। এসময় সিসিক নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে টানানো ছোট-বড় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসরাণ করা হয়। তবে এসব ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড টানানোর জন্য স্থাপনকৃত বাঁশ ও কাঠের টুকরো বেশিরভাগ স্থানেই রয়ে গেছে। এই ঝড়-তোফানের দিনে এগুলো পথচারীর উপর পড়ার আশঙ্কা করছেন নগরবাসী। এগুলো মানুষের উপর পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এগুলোও দ্রুত অপসারণের দাবি জানান নগরবাসী।
এ বিষয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের শনিবার বিকেলে সিলেটভিউ-কে বলেন- এগুলো দ্রুতই সিটি করপোরেশন সরিয়ে ফেলবে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বদরুল মো. বদরুল হক এ বিষয়ে সিলেটভিউ-কে বলেন- শীঘ্রই এসব বাঁশ-কাঠও অপসরাণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম / ইমরান / ডালিম