আবারও সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার শাহী ঈদগাহ কমিটির সভাপতি হলেন ৪ বারের জনপ্রতিনিধি মো. ইলিয়াছ আলী। আর সাধারণ সম্পাদক হয়েছেন পল্লীচিকিৎসক জালাল আহমেদ।
শনিবার (৬ মে) বিকেলে সাহেবেরবাজার শাহী ঈদগাহের নতুন কমিটি গঠন উপলক্ষে বৃহত্তর সাহেবেরবাজার এলাকাবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার অর্ধশতাধিক সচেতন মানুষ উপস্থিত ছিলেন।
আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মো. ইলিয়াছ আলীকে সভাপতি, জালাল আহমেদকে সাধারণ সম্পাদক ও হুমায়ুন কবির মিলনকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।
পরে সবার মতামতের ভিত্তিতে ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সবশেষে নতুন কমিটির সাফল্য এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১১