সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হাসানের পক্ষে রবিবার (৭ মে) মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
দুপুরে সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলনের সিসিক নির্বাচন পরিচালনা কমিটির যোগাযোগ সমন্নয়কারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার দফতর সম্পাদক জাবেদ আহমদ, শ্রমিক আন্দোলন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইআ নেতা মুহাম্মদ নূরে আলম ও আনোয়ার হোসেন।
মাওলানা মাহমুদুল হাসান সিলেট শহরের শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সেক্রেটারি।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর