আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার রাতে নগরীর ১৬নং ওয়ার্ডের উত্তর ধোপাদিঘীরপাড় এলাকায় ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই মতবিনিময় ও কর্মীর সভার আয়োজন করা হয়।
 


১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ হান্নানের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন।
 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি বিজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সদস্য রাহাত তরফদার, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস মো. ফারুক আহমদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম শাহানা, মহানগর আওয়ামী লীগের সদস্য জামান উদ্দিন, কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোয়েব আহমদ, প্রবাসী আওয়ামীলীগ নেতা ও ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান লিটন।
 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর যুবলীগ নেতা মুর্তুজা আহমদ এনটি, জিয়াউর রহমান লিমন, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, জেলার সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, আব্দুল কাহির, হারুন আহমদ, মুহিবুর রহমান, মোতাহার হোসেন, পীর মো. আলী মিলন, কুদ্দুস আহমদ, কামরুল হোসেন রাজিব, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুমেল, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সুমিত, সাবেক ছাত্রলীগের সভাপতি শরীফ মোবারক সুমন, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিক আহমদ, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, ১৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি রাজু আহমদ, সাধারণ সম্পাদক আনছার আহমদ, জেলা ছাত্রলীগ নেতা জামিল হোসেন, আবি আহমদ, শেখ নাসির উদ্দিন, ১৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জিয়াদুর রহমান ত্বাহা, সাধারণ সম্পাদক তৌসিফ নিমাদ প্রমুখ।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩৪