শনিবার উদ্বোধন হয়েছে ভোলাগঞ্জ বর্ডার হাট। সকাল ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জায়সওয়াল এর উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা যায়, উদ্বোধনের আগে থেকেই জড়ো হতে থাকেন বাংলাদেশী ক্রেতারা। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হবার আগেই হট্টগোল শুরু করেন উৎসুক জনতা। কার আগে কে বাজারে ঢুকবে যেন এটাই ছিল প্রতিযোগিতা। প্রথম দিন উন্মুক্ত ছিল হাটে প্রবেশ। টিকেট ও প্রবেশ কার্ড ছাড়াই বর্ডার হাটে প্রবেশ করতে পারেন ক্রেতারা। যার ফলে উপচে পড়া ভিড় জমে বাংলাদেশী ক্রেতাদের। তবে ভারতীয় তেমন ক্রেতা দেখা যায়নি এদিন। হাট শুরু হওয়ার ঘন্টাখানেকের ভিতরে শেষ হয়ে যায় ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে আসা সকল পণ্য। তবে দিন শেষেও অর্ধেক পণ্য বিক্রি করতে পারেননি বাংলাদেশী ব্যবসায়ীরা। বর্ডার হাটে বাংলাদেশের ২৪টি ও ভারতের ২৬টি দোকান বসে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্ত ও ভারতের মেঘালয়ের ইস্ট খাসি হিলসের সীমান্তে অবস্থিত এই ভোলাগঞ্জ বর্ডার হাট। প্রতি সপ্তাহে ২দিন শনিবার ও বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান থাকবে। হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।
ভোলাগঞ্জ বর্ডার হাটে বাংলাদেশীরা বিক্রয় করতে পারবেন স্থানীয় ভাবে উৎপাদিত তরকারি, ফলমূল, খাদ্য সামগ্রী, মসলা। অপ্রধান বনজ পণ্য যেমন, বাশ, বেত ও ঝাড়ু (কাঠ ব্যতাতীত)। কুটির শিল্পজাত পণ্য যেমন, গামছা, শাড়ি, লুঙ্গি, হ্যান্ডলুম পণ্য। ক্ষুদ্র গৃহস্থালী ও কৃষি উপকরণ যেমন, দা, লাঙ্গল, কুঠার, বেলচা, বাটাল প্রভৃতি। তৈরি পোশাক, মেলামাইন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, ফলের জুস, ষ্টেশনারী, প্রসাধন সামগ্রী, টয়লেট্রিজ, প্লাস্টিক পণ্য, এ্যালুমনিয়াম পণ্য, তৈজসপত্র। বর্ডার হাট এলাকায় উৎপাদিত স্থানীয় দেশজ পণ্য।
প্রথম দিন বাংলাদেশী ব্যবসায়ীরা প্লাস্টিকের পণ্য, কাপড়, চিপস, তরল পানীয় ও ফল বিক্রিয়ের জন্য নিয়ে আসেন। আর ভারতীয় ব্যবসায়ীরা কসমেটিক জাতীয় পণ্য, বিস্কুট, পান-সুপারী, রেমার ঝাড়ু নিয়ে আসেন।
বর্ডার হাটের ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রথম দিন তারা অবজারভেশন করেছেন। যেই পণ্য বেশি বিক্রি হয় বা চাহিদা রয়েছে সেগুলো নিয়ে আসবেন পরের বাজারে। তবে ভারতীয় ক্রেতা কম থাকায় অনেকটা দুশ্চিন্তায় আছেন বাংলাদেশী ব্যবসায়ীরা। কারণ প্রথম দিন তারা হাটে নিয়ে আসা অর্ধেক পণ্যও বিক্রি করতে পারেননি। কিন্তু ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে আসা পণ্য ১ ঘন্টার মধ্যেই কিনে নেন বাংলাদেশী ক্রেতারা।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৩৮