নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে সীমান্তে দুর্নীতি, মাদক চোরাচালানসহ নানা অপরাধ প্রতিরোধে গণশুনানী এবং জনগণের অভিযোগ লিপিবদ্ধকরণ ও নিষ্পত্তিকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৭ মে) দুপুরে বিজিবি ৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এর আয়োজন করে।
এতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মহিব্বুল ইসলাম খানের সভাপতিত্বে ও হাবিলদার গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য সেলিম আহমদ, রফিক উদ্দিন প্রমুখ।
সভায় গণশুনানীতে সীমান্তবাসীরা গরু চুরি ও প্রায়ই বিএসএফ কর্তৃক তাদের গৃহপালিত গবাদিপশু ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। ভুক্তভোগীরা সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির টহল বৃদ্ধির দাবী জানান। জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা স্থানীয় লোকজনকে সীমান্ত এলাকায় গরু না চারানোর অনুরোধ জানান।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু