কুলাউড়ায় আনসার ও ভিডিপির দলনেতা-নেত্রীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
 

সোমবার (৮ মে) সকালে উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 


উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা ছালমা বেগম।
 

উপজেলা প্রশিক্ষক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জয়চণ্ডী ইউনিয়ন দলনেতা মো. আলাউদ্দিন, রাউৎগাঁও ইউনিয়ন দলনেত্রী মাহমুদা আক্তার চৌধুরী, ওয়ার্ড দলনেতা ফয়জুর রহমান রাব্বি ও হাজীপুর ইউনিয়নের আনসার কমান্ডার মো. ইয়াছিন আলী।
 

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ১১ জন দলনেতা-নেত্রীর অবসর উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-নেত্রী এবং আনসার কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৫৯