সিলেট সিটি করপোরেশন এলাকাকে ৪টি আলাদা জোনে ভাগ করে প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগ। সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন এলাকাকে নিয়ে পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণ সুরমা জোনে ভাগ করা হয়েছে। এসব অঞ্চলে প্রচারণার দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় এবং জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে।
পুর্বাঞ্চলের আওতাধীন রয়েছে ২০, ২১, ২৪, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬- এই ৯টি ওয়ার্ড।
সোমবার (৮ মে) রাতে পুর্বাঞ্চলের ৯টি ওয়ার্ডের প্রত্যেকটি সেন্টার কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
পুর্বাঞ্চল জোনের প্রধান ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো: সানোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রনজিত সরকার, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, কার্যকরী সদস্য মোস্তাকুর রহমান মফুর, এড. আফসর আহমদ, সদস্য আখলাকুর রহমান সেলিম, সদস্য জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক বিহিত গুপ্ত চৌধুরী বাবলা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, যুবলীগ নেতা জহিরুল ইসলাম চৌধুরী মাছুম, যুবলীগ নেতা তুহিন আহমদ, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আজির উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছফু আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোশাহিদ আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ মাহি