কুলাউড়া উপজেলাধীন ভাটেরা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের শূন্য মেম্বার পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।
 

ঘোষিত তফশিলে আগামী ১২ জুন সোমবার ইভিএমের মাধ্যমে কুলাউড়ায় ২য় বারের মতো শূন্য সাধারণ সদস্য পদে এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার (৯ মে) দুপুরে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল।
 


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৭ মে বুধবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল, ১৮ মে বৃহস্পতিবার বাছাই, ২৭ মে শনিবার প্রার্থিতা প্রত্যাহার ও ১২ জুন সোমবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল জানান, নির্বাচনী তফশিল অনুযায়ী আগামী ১২ জুন সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইসলামনগর সৈয়দ সাজিদ-পেয়ারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডের নির্বাচিত মেম্বার শেখ বদরুল ইসলাম সিদ্দিকী মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়ে পড়ে।


 

সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৮৩