পিএইচডি একটি উচ্চ স্তরের শিক্ষাগত ডিগ্রী। বিজ্ঞান ও কলার বিভিন্ন ক্ষেত্রে গবেষনার জন্য স্নাতক উত্তীর্ণ গবেষককে এই ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে সাধারণত একজন গবেষককে গবেষণার বিষয়ে অভিজ্ঞ কোন অধ্যাপকের অধীনে গবেষণা চালাতে হয়। সাধারণত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদ পেতে হলে অবশ্যই এই ডক্টরেট ডিগ্রী অর্জন করতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশের নাম করা স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলি এই ডক্টরেট ডিগ্রী প্রদান করে থাকে। 


ডক্টরেট ডিগ্রিতে উৎসাহী করতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৩ জন Ph.D  উচ্চ স্তরের শিক্ষাগত ডিগ্রীধারীদের সংবর্ধনার আয়োজন করছে ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ। পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৩ মে যাদেরকে সংবর্ধনা দেয়া হচ্ছে তাদের মধ্যে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্টতা বিভাগীয় প্রধান ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট  প্রফেসর ডক্টর আতিউল্লাহ। 



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর  এইচ এম এ মাহজুজ ও সিলেট মেট্রোপলিটন ইউনি ভার্সিটির  ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পাঁচপাড়া (তুড়গ্রাম)র কৃতি সন্তান ডক্টর মো. কামাল উদ্দিন।


গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত  গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। 


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. কবির আহমদ ও সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল। এ মহতি অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল।

 

সিলেটভিউ২৪ডটকম/মতিন/ইআ-১১