গত বছরের আগস্টে সিলেটে ট্রাকের কেবিনে তুলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করেন চালক। পরে তিনি ঢাকায় পালিয়ে যান।
তবে মঙ্গলবার তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
জানা গেছে, গত বছরের ২ আগস্ট সিলেটের এয়ারপোর্ট এলাকায় নিজের ট্রাকের কেবিনে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণ করেন রওশন আলী বেপারী নামের চালক। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তবে ঘটনার পরই ধর্ষক রওশন পালিয়ে যান।
৭ মাস পর মঙ্গলবার (৯ মে) রাতে রাজধানীর শ্যামপুরের ইকোপার্ক এলাকা তাকে গ্রেফতার করে র্যাব-১০।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রওশন পেশায় একজন ট্রাকচালক। গত বছরের ২ আগস্ট সকালে রওশন আলী শিশুটিকে ট্রাকের কেবিনের ভেতরে ধর্ষণ করে। রওশনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম