যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ’র পারস্পরিক সহযোগিতায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় ‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ মে) সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার ((ভ‚মি) আসমা জাহান সরকার।
জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ও বিশ্বনাথ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে পৌর শহরের জানাইয়া মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫টি ইভেন্টে (ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন ও ভলিবল) প্রতিদ্বন্দ্বিতা করবে।
জেলা ক্রীড়া অফিসার নূর হোসেনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার আব্দুল আহাদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুহেল রানা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হোসাইন আহমদ, গীতা পাঠ করেন তুষ্টি রাণী দাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিসেফ’র সিলেট প্রতিনিধি পলাসী মজুমদার ও শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক নবীন সুহেল, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাবেক সভাপতি বাবুল কান্তি দাস মেঘলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/পিডি