সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল আগামী নির্বাচনেও প্রার্থী হতে যাচ্ছেন। এ লক্ষ্যে তার সমর্থনে বুধবার (১০ মে) রাতে প্রথম নিজ এলাকায় মতবিনিময়ে ঐক্যবদ্ধ হয়েছেন এলাকাবাসী।
রাত ৯টার দিকে ১৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মৌসুমী আবাসিক এলাকায় জিল্লুর রহমান উজ্জ্বলের বাড়িতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মিরাবাজার আগপাড়া জামে মসজিদের মতোয়াল্লী মুক্তিযোদ্ধা নূরুল ওয়াহিদ তুরনের সভাপতিত্বে ও এ এম মিজানুর রহমান মিজানের পরিচালনায় এ মতবিনিময় সভায় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
এসময় তারা বিগত দিনে ১৮ নং ওয়ার্ডে ধারাবাহিক বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মৌসুমী আবাসিক এলাকায় আর কোন প্রার্থী না থাকায় তারা মতবিনিময় সভায় আগত জনসাধারণকে ফের উজ্জ্বলকে নির্বাচিত করতে ভোট প্রদানের আহ্বান জানান।
কাউন্সিলর উজ্জ্বল তার বক্তব্য কালে বলেন- ‘ আগে নির্বাচনে ওয়ার্ডবাসীর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে নগরভবনে গিয়ে বিগত দিনে আপনাদের সেবা করার চেষ্টা করেছি। এ জন্য আমি আমার ওয়ার্ডবাসীর কাছে চির কৃতজ্ঞ। আগামী নির্বাচনেও আপনাদের ভালোবাসায় বিজয়ী হয়ে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই। আশা করি- আগামী ২১ জুনের নির্বাচনেও আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সেবক নির্বাচিত করবেন।’
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সুনু মিয়া, আগপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আছহাব উদ্দিন , সাবেক পৌর কমিশনার রফি আহমদ নোমান, এডভোকেট গোলাম রব্বানী কামাল, মোঃ রহিম খান, বদরুল আমিন লস্কর, ফারুক আহমদ, ডাঃ পিসি দেব নাথ, বিধান দে, মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুহিউল ইসলাম চৌধুরী মনসুর, হাফিজ জামাল উদ্দিন, সরফুল ইসলাম চৌধুরী ছাদিক, রুনু দে, সাজেদ আহমদ চৌধুরী বাপন, সলমান আহমেদ,পাপলু পাল, তনু দে, ওয়াহিদু হক চৌধুরী মারুফ, ইফতেখার আহমদ ফরহাদ, ঊবায়েদ বিন বাছিত সুমন,জাহাঙ্গীর আহমদ বাবর, প্রমুখ।
এছাড়াও মৌসুমী আবাসিক এলাকার বিভিন্ন স্থরের বিশিষ্টজন ও যুবসমাজের নেতৃবৃন্দসহ সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর