সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত নারীর (৪০) লাশ পড়ে আছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মিলছে তার পরিচয় বা স্বজনদের খোঁজ। পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ নেওয়াসহ নানা চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 


সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস জানান- গত ৪ মে দুপুরে সিলেটে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত ওই নারী। তার বয়স আনুমানিক ৪০ বছর। পথচারীরা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে এসে ভর্তি করলে পরদিন সকালে তিনি হাসপাতালে মারা যান।

 

অজ্ঞাত এই নারীর নাম-ঠিকানা ও পরিচয় সনাক্তকরণের জন্য পুলিশের সিআইডি টিম তার আঙ্গুলের ছাপ সংগ্রহণ করেন। কিন্তু তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

 

মৃতদেহটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/ডালিম/ইআ-১২