আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে গণসংযোগ করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বদরুল হোসেন খান কামরান।

শুক্রবার (১২ মে) সকালে নগরীর বাদামবাগিছা বাজারে ভোটারের কাছে  ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।
 


গণসংযোগকালে কামরান বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশনকে একটি আধুনিক স্মার্ট পরিকল্পিত ও ব্যবসায়ীদের ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে নৌকা মার্কা প্রার্থী আনোয়ারুজ্জান চৌধুরীকে পাটিয়েছেন।
 

তাই সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড সিলেটের মানুষের কাছে পৌঁছে দিতে  আপনাদের এক একটি ভোট দিয়ে ২১ জুনের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আনোয়ারুজ্জান চৌধুরী নির্বাচিত করার আহবান জানান


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২৭