সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমি যদি নির্বাচিত হই, তাহলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি স্মার্ট নগরী উপহার দিবো। নগরবাসীকে যাতে উন্নয়ন দুর্ভেোগ পোহাতে না হয়, সে ব্যাপারে সচেতন থেকে কাজ করবো। সারাদেশের মধ্যে সিলেটই হবে সবচেয়ে দৃষ্টিনন্দন এবং বাসযোগ্য নগরী।
সিলেট নগরবাসীর সেবক হিসাবে কাজ করতে চাই। তাদের সুখে সুখী আর দুখে দুখী হয়ে জীবন কাটাতে এসেছি। ভোটের সময় অনুনয় বিনয় আর নির্বাচিত হওয়ার পর লাঠি হাতে শাসকের ভূমিকায় অবতীর্ন হওয়ার শিক্ষা আমি পাইনি।
তিনি বলেন, মানুষের ভালোবাসা পেতে তাদের জন্য কল্যাণকর কাজ করতে চাই। নগরভবনে সবাই যাতে সন্তোষজনক নাগরিক সেবা পান তা নিশ্চিত করতে নৌকায় ভোট দিন।
শুক্রবার (১২ মে) রাত সাড়ে ৮টায় নগরীর ঝেরঝেরিপাড়া এলাকাবাসী সর্বসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এভারগ্রীণ ক্রীড়া ও সমাজ কল্যান সংস্থার সভাপতি আহমেদ জুলকার নাইন ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী, জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া ঝেড়ঝেরিপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদ সোয়াইব, শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব সেলিম আহমদ, এলাকার বিশিষ্ট মুরুব্বি মনসুর লস্কর, তারু মিয়া।
অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ তরুণ সমাজসেবী সাকিন আহমেদ রাহি সহ এলাকার সর্বস্তরের জনগণ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর