সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে অতিষ্ঠ জাতি আজ মুক্তির অপেক্ষায় প্রহর গুণছে। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে রয়েছে। জনতার বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তি আজ ঐক্যবদ্ধ। দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হঠাতে জিয়া সাইবার ফোর্সসহ সর্বস্তরের তৃনমূল নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।


তিনি শুক্রবার (১২ মে) বিকেলে জিয়া সাইবার ফোর্স সিলেট জেলার উদ্যোগে জৈন্তাপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।


 

ফোর্সের জেলা যুগ্ম আহবায়ক লিটন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান নেছার ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম. এইচ মাহতাব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোশাহিদুল ইসলাম মাহী, রাজন আহমদ রিপন, ফয়জুর ইসলাম রাজু, জাবেদ উমর, রশিদ আহমদ, জাহাঙ্গীর আহমদ, ওমর ফারুক ও মোহাম্মদ আলী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০২