সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার থেকে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে শান্তিগঞ্জ বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহন রায়, উপ-সহপরিদর্শক (এএসআই) দিবাস চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে শান্তিগঞ্জ থানা এলাকার শান্তিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে গাঁজাসহ ওই দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এরপর তাদের বহনকারী ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনের পুত্র শাহিনুর (২২) ও একই উপজেলার মৃত তারা মিয়া পুত্র কবির হোসেন (৩০)।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী মাদক উদ্ধার ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-২৪৮