বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি সিলেট বিভাগের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বিভাগীয় কমিশনার অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দীনকে সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুস সামাদকে সাধারণ সম্পাদক হিসেবে পুন: নির্বাচিত করে ২০২৩-২০২৫ সালের ১৭ সদস্য বিশিষ্ট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় সমিতির বিগত মেয়াদের সমন্বিত প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলার প্রতিনিধি, প্রশাসনিক কর্মকতা বিপ্লব কান্তি দে, মো. মুহিবুর রহমান, মৌলভীবাজার জেলার প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা মো. সুলতান মিয়া, সিলেট জেলার প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ কামরুল ইসলাম, আবদুল জব্বার, সঞ্জয় চক্রবর্তী, নান্টু মোহন চন্দ, শংকর দাস, এমরান আহমদ, নিহার রঞ্জন শর্মা প্রমুখ।
পুরনায় নির্বাচিত সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আদুস সামাদকে শুভেচ্ছা জানান কর্মকর্তাবৃন্দরা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৫৪