‘সাংবাদিকদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূদুরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সাংবাদিকদের ডাটাবেজ প্রস্তুতি করা হচ্ছে, নীতিমালা তৈরি হচ্ছে। অচিরেই প্রেস কাউন্সিলকে আধুনিকায়ন করে সেবার মান বৃদ্ধি করা হবে।’
 

বাংলাদেশ প্রেস কাউন্সিল ও জেলা প্রশাসন আয়োজিত সিলেট সার্কিট হাউজ কনফারেন্স রুমে রবিবার ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম প্রধান অতিথির বক্ত্যবে এ কথাগুলো বলেন।
 


সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. মাসুদ খাঁন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন।

স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের আন্দোলনকে বেগবান করতে সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের সকল অন্যায়, অবিচার, অসঙ্গতি তুলে ধরেন। সাংবাদিকদের প্রতি দায়বোদ্ধতা, ভালবাসা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ প্রণয়ন করেন।
 

তিনি আরো বলেন, পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখে।

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাস্তব ও ন্যায় সংগত লেখনীর মাধ্যমে এগিয়ে আসার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

বাংলাদেশ প্রেস কাউন্সিলরের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাখাওয়াত হোসেনের পরিচালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গুলজার আহমদ, বাসসের প্রতিনিধি মকসুদ আহমদ, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, দৈনিক জালালাবাদের চিফ রির্পোটার আহবাব মোস্তফা খান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শাকিলা ববি।
 

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আবদুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, ইউএনবি প্রতিনিধি মোহাম্মদ মহসিন, জাগো নিউজের প্রতিনিধি ছামির মাহমুদ, বিডি নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক যুগভেরীর বার্তা সম্পাদক সজল ছত্রী, বাংলা ভিশনের প্রতিনিধি দীপু সিদ্দিকী, ডিবিসি প্রতিনিধি প্রত্যুষ তালুকদার, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি সৈয়দ রাসেল, দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি জহিরুল ইসলাম মিশু প্রমুখ।
 

সেমিনারে উপস্থিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে সংবাদপত্র ও সংবাদ সংস্থার মান বজায় রাখা ও সংশোধন, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা সংরক্ষণ ও সুরক্ষার জন্য অভিভাবকের ভূমিকা পালনের আহবান জানান।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭৪