অসাধারণ ব্যাট লিফট, চোখ ধাঁধানো সব কাভার ড্রাইভ কিংবা স্কোয়ার কাট কিংবা উইকটের চারপাশে শুভমান গিলের এমনসব শটস খেলার ক্ষমতা মুগ্ধ করে যে কাউকেই। বয়সটা ২৩ এর ঘরে হলেও ইতোমধ্যেই নিজের ব্যাটিং দিয়ে মন কেড়েছেন অনেকেরই। এই তালিকা থেকে বাদ যাননি বিরাট কোহলিও। সময়ের অন্যতম সেরা এই ব্যাটার মনে করেন, ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে ব্যাট হাতে নেতৃত্ব দেবেন গিল।
 

গুজরাট টাইটান্সের হয়ে চলতি আইপিএলে রানের ফোয়ারা ছুটাচ্ছেন তরুণ এই ওপেনার। আসরে এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ৪৮ গড়ে করেছেন ৫৭৬ রান। তার চেয়ে বেশি রান আছে কেবল ফাফ ডু প্লেসির। সবশেষ ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ১৩ চার ও এক ছক্কায় ৫৮ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছেন।
 


এমন ইনিংসের পর গিলকে নিয়ে প্রশংসা করেন কোহলি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের সাবেক অধিনায়ক লিখেন, ‘যেখানে সক্ষমতা আছে সেখানেই গিল আছে। এগিয়ে যাও এবং পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দাও। ঈশ্বর তোমার ভালো করুক।’
 

এদিকে নিজের অভিষেক আইপিএল সেঞ্চুরির পর গিল জানান কোহলিকে তিনি নিজের আইডল হিসেবে মানেন। গিল বলেন, ‘আমার যখন ১২-১৩ বছর ছিল তখন থেকেই আমি বিরাট কোহলি ভাইকে সবচেয়ে বেশি অনুসরণ করতাম। আমি যখন থেকে ক্রিকেট বুঝতে শুরু করেছি তখন থেকেই তাকে আমার আদর্শ মানি। বিরাট ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি। তার ব্যাটিং, প্যাশন, কমিটমেন্ট আমাকে উৎসাহ দেয়।’


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৩১৬


সূত্র : ঢাকাপোষ্ট