হবিগঞ্জে ২০২৩ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও সেদ্ধ চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে হবিগঞ্জ খাদ্য গুদামে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ বছর জেলায় ২১ হাজার ৮৩ মেট্রিক টন ধান ও চাউল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এর মধ্যে ৬ হাজার ৬৫৯ মেট্রিক টন ধান এবং ১৪ হাজার ৪২৪ মেট্রিক টন সেদ্ধ চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা। উদ্বোধনীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রæ মারমা, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ মিজানুর রহমান প্রমুখ।
খাদ্য বিভাগ জানায়, জেলার ১৪টি অটো রাইস মিল থেকে ১৪ হাজার ৪২৪ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। ধান সংগ্রহ করা হবে সরসাসরি কৃষক পর্যায় থেকে লটারীর মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির স্বচ্ছ প্রক্রিয়ায় ধান-চাল সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-৩১৯