সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের একটি কলোনি থেকে সুজন মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভোলাগঞ্জ রুস্তমপুর গ্রামের আতাবুর রহমান আতাইয়ের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ মে) ভোরে স্থানীয়রা গুচ্ছগ্রামে মাহমদ আলীর কলোনির বারান্দার চিনের চালের বাঁশের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুজনের লাশ দেখতে পান। এ সময় লাশের পা মাটিতে লাগানো পায়ের কাছে একটি প্লাস্টিকের চেয়ার ছিলো।


সুজন স্ত্রী-সন্তান নিয়ে ওই কলোনিতে ভাড়া থাকতেন।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।a


সিলেটভিউ২৪ডটকম / জলিল / ডি.আর