সিলেটস্থ বিশ্বনাথ উপজেলা সমিতির সাধারন সভা ও কাউন্সিল অনুষ্টিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে বিশ্বনাথ সমিতির আহবায়ক শাখাওয়াত আলী (শাহী) সভাপতিত্বে ও শেখ মো. আজাদ পরিচালনায় সভা অনুষ্টিত হয়।
সাধারণ সভা শেষে সবার সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে শাখাওয়াত আলী (শাহী) কে সভাপতি ও শেখ মো. আজাদকে সাধারণ সম্পাদক এবং নুরুজ্জামান সিদ্দিকী মুক্তাকে কোষাধ্যক্ষ করে এই কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- আজীবন এবং স্থায়ী সদস্য এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, মনির উদ্দিন চৌধুরী (বীর মুক্তিযোদ্ধা), মো: সীতাব আলী,মো: আবুল খয়ের চৌধুরী, মো: আব্দুল মালিক (বীর মুক্তিযোদ্ধা) অধ্যক্ষ সিরাজুল হক, অধ্যাপক ড: হাসমত উল্লাহ, আব্দুর নুর রুহেল, শাহ মতছির আলী, শফিকুর রহমান বাবুল, মো: আবুল কালাম আজাদ খান (বীর মুক্তিযোদ্ধা), অধ্যাপক মো: নুর এ আলম, তাজ উদ্দিন আহমদ, মনিরুজ্জামান মনির, অধ্যাপক আব্দুল ওয়াছেহ, শাহেদ আহমদ, মহিতোষ দাস মান্না, এম আর টুনু তালুকদার, হেলাল আহমদ আং কুদ্দুস প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৩৬