সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি আব্বাস উদ্দিনের মাকে একজন স্নেহময়ী জননী উল্লেখ করে বলেন, তাঁর মৃত্যুতে পরিবারের সবাই শোকাহত, শোকাহত আমিও। আমি তাঁর মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
উল্লেখ্য, আব্বাস উদ্দিনের মা সোমবার দুপুরের দিকে নিজের বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৪১