আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, যারা অগণতান্ত্রিক তাদের নির্বাচনে আগ্রহ থাকে না। আওয়ামী লীগ বরাবরই একটা নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। আমরা জানি ক্ষমতার পট পরিবর্তনের উত্তম উপায় হচ্ছে নির্বাচন। এ জন্য দলের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে আগ্রহী।
 

তিনি আরও বলেন, এবার সিলেট সিটি নির্বাচনে দলের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ যেখানেই যাচ্ছি নৌকার গণজোয়ার দেখতে পাচ্ছি। সেই গণজোয়ারে ভয়ে পেয়ে ইতিমধ্যে অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
 


রবিবার সন্ধ্যায় (২১ মে) সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেট সিটিতে বসবাসরত কুলাউড়াবাসীর উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
 

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সিলেট সিটিকে একটি স্মার্ট বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে সবার সহযোগিতা প্রয়োজন। আগামী ২১ জুন নৌকা প্রতিকে ভোট দিয়ে একটি স্মার্ট সিটি গড়তে সিলেটের উন্নয়নের স্বার্থে সবাই সহযোগিতা করতে হবে।
 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটে এ পর্যন্ত যতো উন্নয়ন হয়েছে তার কোন সঠিক পরিকল্পনা নিয়ে হয়নি। এজন্য আমরা প্রত্যেকেই ভোগান্তির শিকার হচ্ছি। সামান্য বৃষ্টি হলেই পুরো সিলেটে জলাবদ্ধতায় নিমজ্জিত হয়। তা একমাত্র অপরিকল্পিত উন্নয়নের ফল।
 

সিলেট বারের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মতিউর রহমানেরর খানের পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমেদ শিপলু, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ সভাপতি ডাক্তার রোকন উদ্দিন, কামাল হাসান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, ভাটেরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন এর  যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদা চৌধুরী মনি, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, মুহিবুর রাহমান বুলবুল, বিএমএ সিলেটের সভাপতি ডা:রুকন উদ্দিন আহমদ, ডা: এ কিও এম হাই , পার্থ প্রতিম নাথ, আবু সাইদ আব্দুলাহ আল মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফ, চিত্ররন্ত দেব, চেয়ারম্যান সুয়েব আহমদ, আলী মোহাম্মদ মোশাহিদ, মাজহারুল আলম, ইসরাইল আলী সাদেক প্রমুখ।
 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হয়রত মাওলানা শামসুল ইসলাম আল হাদী। গীতা পাঠ করে ডা: অমিনাংসু দাস।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৪৭