সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২২ মে) বিকাল ৩টায় তিনি সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের হাতে মনোনয়নপত্র জমা দেন। 

নজরুল ইসলাম বাবুল সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য। 


এর আগে ১৪ মে তাঁর ব্যক্তিগত সহকারী রানা মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সোমবার মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, নগরবাসী যদি আগামী ২১ জুনের নির্বাচনে আমাকে মেয়র পদে নির্বাচিত করেন তাহলে ৪২টি ওয়ার্ডকে মাস্টার প্লানের আওতায় নিয়ে এসে সিলেটকে নান্দনিক মহানগরে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। নগরবাসী অতীতে মেয়রদের অপরিকল্পিত উন্নয়ন দেখেছেন। সরকার উন্নয়ন খাতে অনেক অর্থ বরাদ্দ করলেও সঠিক পরিকল্পনার কারণে নগরবাসী কোনো উন্নয়নের সুবিধা পাচ্ছেন না। আমি নির্বাচিত হলে নগরবাসীর চাহিদা পূরণে কাজ করবো। 

এক প্রশ্নের জবাবে বাবুল বলেন, জাতীয় পার্টিতে কোনো দ্বিধাবিভক্তি নেই। লাঙ্গলের বিজয় নিশ্চিতের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ। কোনো ধরনের ষড়যন্ত্র না হলে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

মনোনয়নপত্র দাখিলের সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদসহ পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর