মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।
 

সোমবার দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন- উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি।
 

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান। 
 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এম, মোসাদ্দেক আহমেদ মানিক, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, শিক্ষক আব্দুল মুমিন, সাংবাদিক শাহীন আহমেদ।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-৪৫৯