আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ মনোনয়নপত্র জাম দিয়েছেন।
সোমবার দুপুর নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেনের কাছে কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন- মুরব্বী আব্দুল মুমিন, আব্দুর রব, সোহেল আহমদ, সামছুদ্দিন, শাহীন আহমদ প্রমুখ।
মনোয়নপত্র জমাদান শেষে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ বলেন, ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে আমার ১৬নং ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছি। যা অতীতে কোন কাউন্সিলর করতে পারেনি। ওয়ার্ডের অসম্পন্ন উন্নয়ন কাজ সমাপ্ত করতে পুনরায় আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি।
তিনি সর্বস্তরের জনসাধারণের দোয়া, সহযোগিতা ও ভোট দিয়ে বিজয়ী করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৬৭