বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ সাইদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার (২২ মে) বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে এক পথ সভায় মিলিত হয়।

 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরুল ইসলাম, সদস্য আফজাল হোসেন চিকন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সহ-সভাপতি সায়রুল আলম, হাসান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, চন্দন দাস, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশিদ রাজী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ, ছাত্রলীগ নেতা আরিফ আহমদ, সাইদুল ইসলাম প্রমুখ। মিছিলে  উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম /মঞ্জুর/ নাজাত