আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, বর্তমান কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দুপুরে নগরীর উপশহরে সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটানিং অফিসার সাইদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সমসের জামাল, মুরব্বি আফতাব উদ্দিন, সাজেদা পারভিন, মাধুরী গুন প্রমুখ।
মনোনয়নপত্র দাখিল শেষে নির্বাচন কার্যালয়ের সামনে উপস্থিত মুরব্বিয়ান, যুবসমাজ সহ সর্বস্তরের ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কাউন্সিলর প্রার্থী, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা বলেন, অতীতে ১, ২ ও ৩নং ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কাজ করেছি। উন্নয়নের ধারা অব্যাহত ও ওয়ার্ডবাসীর সেবা করতে আবারো প্রার্থী হয়েছি। সকলের সহযোগিতা, দোয়া ও ভোট দিয়ে বিজয়ী করলে পুনরায় ওয়ার্ডের উন্নয়নে আমি কাজ করে যাবো।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৭১