আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত আসনের ১৯,২০ ও ২১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সমাজসেবী ও শিক্ষানুরাগী মাহমুদা নাজিম রুবী।
 

তিনি মঙ্গলবার বিকেলে সমর্থক, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।
 


মাহমুদা নাজিম রুবী নগরীর ২১নং ওয়ার্ডের শিবগঞ্জ সোনারপাড়ার বাসিন্দা। তিনি মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

এছাড়া তিনি রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে আসছেন। আর্ত মানবতার কল্যাণে কাজ করার মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি প্রার্থী হয়েছেন। তিনি দলমত নির্বিশেষে ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডবাসীর দোয়া, ভালবাসা, সহযোগিতা এবং সুচিন্তিত রায় কামনা করেন।
 

মনোয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন- ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মঈন, সমাজসেবী ও রাজনীতিবিদ লুৎফুর রহমান চৌধুরী কলি, নাজিম উদ্দীন খান, বাংলাদেশ বেতারের ঘোষিকা নাজনীন আশা, ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জান্নাতুন নাসরিন উর্মি, সমাজসেবী নওশীন আভা ও রোকসানা বেগম প্রমূখ।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৯৪