"তামাক নয়, খাদ্য ফলান" এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাল্লায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার (৩১ মে) দুপুর ১২ টায় গণমিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চন্দ্র দাস ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন প্রমুখ।

 

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।

 

এরপূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গনমিলনায়তনে এসে শেষ হয়।

 

বিশ্ব তামাক মুক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

সিলেটভিউ২৪ডটকম/সুজন/ইআ-০৭