বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ও পিএইচডি সুপারভাইজার ড. হাবিব লস্কর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।

এ সময় ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, রেজিস্ট্রার তারেক ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাইদুর রহমান পলাশ ও নিশাত আনজুম প্রমুখ উপস্থিত ছিলেন।


ড. হাবিব লস্কর মেট্রোপলিটন ইউনিভার্সিটির সুবিশাল ক্যাম্পাস ঘুরে দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেন।

এদিকে, গত বুধবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সেশন পরিচালনা করেন ড. হাবিব লস্কর। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হওয়া সেশনের বিষয়বস্তু ছিল ‘নিউরাল বিহেভিয়ার অ্যান্ড এভরিডে ডিসিশন মেকিং’। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. ইমরান উদ্দিন প্রমুখ অংশগ্রহণ করেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে