ঢাকা পর্বের ব্যর্থতা পেছনে ফেলে জয়ের খোঁজে ‌‌‍ঘরের ‍‍মাঠ সিলেটে নামছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের সিলেট পর্বের শুরুর দিনে আজ সন্ধ্যায় সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেট।

এ ম্যাচে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে নানা গুঞ্জন ছিল। তবে সব ছাপিয়ে আজও খেলছেন তিনি, করছেন অধিনায়কত্বও।


ঢাকা পর্বে সিলেট স্ট্রাইকার্স খেলেছে দুটি ম্যাচ। জয় পায়নি একটিতেও। লড়াকু মনোভাবও দেখা যায়নি তাদের খেলায়।

এবার সিলেট পর্বে তাদের সামনে মিশন একটাই, জয়!

এই মিশনে একাদশে তিনটি পরিবর্তন এনেছে সিলেট স্ট্রাইকার্স। স্পিনার দুশান হেমন্থের বদলে সামিত প্যাটেলকে, বেনি হাওয়েলের বদলে রায়ান বার্লকে এবং স্পিনার নাজমুল ইসলামের পরিবর্তে পেসার রেজাউর রহমান রাজাকে একাদশে নিয়েছে।

তবে আগের ম্যাচের একাদশ নিয়েই খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সিলেট স্ট্রাইকার্স একাদশ : নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রায়ান বার্ল, জাকির হাসান, সামিত প্যাটেল, ইয়াসির আলী রাব্বি, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), বেন কাটিং, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রিচার্ড এনগারাবা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মোহাম্মদ রিজওয়ান, তানভীর ইসলাম, রোস্টন চেজ, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফোর্ড, খুশদিল শাহ ও আলিস ইসলাম।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে