আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট, ইউকে’র উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে অলংকারী ইউনিয়ন পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট, ইউকে’র সহসভাপতি তাজুল ইসলাম কোরেশী। বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহসভাপতি একেএম তুহেমের সঞ্চালনায় ও সাংবাদিক রফিকুল ইসলাম কামালের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ট্রাস্টের ট্রাস্টি খলিলুর রহমান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া, যুক্তরাজ্যপ্রবাসী চিকিৎসক জাবেদ আজমল, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আলী, ইউপি সদস্য শামীম আহমদ, মানবাধিকার কমিশন বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন সজিব প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, শায়েস্তা মিয়া, প্রশিক্ষক আব্দুল কাদির, সমাজকর্মী আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫৫ জন মহিলা প্রশিক্ষণার্থীদেরকে বিনামূল্যে সেলাই মেশিনও প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বিদেশ বিভূঁইয়ে থাকলেও প্রবাসীদের মনে দেশে থাকা স্বজন, এলাকার মানুষের প্রতি গভীর মমত্ববোধ কাজ করে। আর্তমানবতার কল্যাণে প্রবাসীরা নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। তাদের নানামুখী উদ্যোগে দেশের গরিব, দরিদ্ররা আত্মনির্ভরশীল হওয়ার পথ পাচ্ছে।’

তারা আরও বলেন, ‘অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। করোনাকাল ও বন্যার সময়ও দুর্যোগে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছিল এ সংগঠন।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে