বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার প্রধান কোচ। অভিজ্ঞ সুজন বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের ‘চিন্তায়’ অবাক হয়েছেন এবং সেটা তিনি স্পষ্ট করেছেন। এই ফ্র্যাঞ্চাইজি যে সিদ্ধান্ত নিয়েছে, তিনি হলে যে ভিন্ন সিদ্ধান্ত নিতেন, সেটাও প্রকাশ করেছেন সুজন।

বিষয় হচ্ছে, এবারের বিপিএলে মাশরাফি ‘বিরতি’ নেওয়ায় তার বদলে সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের গুরুদায়িত্ব দিয়েছে মোহাম্মদ মিঠুনকে। আর এমন সিদ্ধান্তেই অবাক হয়েছেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলছেন, নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক করা উচিত ছিল।


বাংলাদেশ দলের পরবর্তী দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে অনেকেই শান্তকে বিবেচনা করেন। গেল ওয়ানডে বিশ্বকাপেও দলকে দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর নিউজিল্যান্ড সিরিজেও তিনি ছিলেন অধিনায়ক।

এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক করে মাশরাফি বিন মুর্তজাকে। অথচ তার ফিটনেসে তীব্র ঘাটতি, বহুদিন ধরে নেই খেলার মধ্যে, নেই ফর্মেও। এ ছাড়া তিনি সংসদ সদস্য হিসেবে ব্যস্ত। মাশরাফির নেতৃত্বে এবার ৫ ম্যাচেই চরম বাজে ক্রিকেট খেলে হেরেছে সিলেট। ৫ ম্যাচ পর ‘সংসদে দায়িত্ব পালনের’ কথা বলে বিপিএল থেকে বিরতি নিয়েছেন তিনি। এরপর নতুন অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। অথচ অফ ফর্মের কারণে সবশেষ ম্যাচেই তিনি ছিলেন না একাদশে!

সবমিলিয়ে খালেদ মাহমুদ সুজন অবাক। আজ এ নিয়ে কথা বলেন সুজন, ‘এটা তো যে কোনো ফ্র্যাঞ্চাইজি…তাদেরই চিন্তাভাবনা…আমিও একটু অবাক হয়েছি যে কেন শান্ত অধিনায়ক নয়। অবশ্যই মাশরাফি আমাদের সেরা অধিনায়কদের একজন। তবে আশা করেছিলাম, শান্ত যেহেতু সবশেষ নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশের অধিনায়ক ছিল, তাই সিলেটে ওরই অধিনায়কত্ব করাটাই হয়তো ভালো হতো। আমি যদি হতাম, এটাই হয়তো চিন্তা করতাম। আমি জানি যে, মাশরাফিও সেরকম। মাশরাফিও সবসময় তরুণদের সুযোগ দেয়…চেষ্টা করে।’

সুজন যোগ করেন, ‘আমি জানি না, কারণটা কী, কেন মাশরাফিকে নেতৃত্ব দিতে হলো। মাশরাফি খেলতেই পারত। অধিনায়ক না হলে যে খেলতে পারবে না, এমন তো কথা নেই। তবু শান্ত যেহেতু বর্তমান জাতীয় দলের অধিনায়ক ছিল… সাকিব না থাকায় নিউজিল্যান্ডে অধিনায়কত্ব করেছে, সেক্ষেত্রে ওকে দেওয়াই যেত।’

‘তবে এটা সম্পূর্ণ একটা ফ্র্যাঞ্চাইজির আস্থার ব্যাপার। তাদের হয়তো মাশরাফির ওপরই ভরসা বেশি। হতেই পারে। তবে আমি হলে হয়তোবা বর্তমান অধিনায়ককেই (শান্ত) চিন্তা করতাম অবশ্যই।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে