বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দুটি ম্যাচে নিষিদ্ধ থাকলেও দলের অধিনায়কত্ব পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 


 

এই টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। ৪ মার্চ প্রথম ম্যাচ। এরপর ৬ ও ৯ মার্চ পরের দুটি ম্যাচ হবে একই ভেন্যুতে।

 

 

কয়েকদিন আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করে দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা। ফলে দুই ম্যাচের জন্য তিনি নিষিদ্ধ। খেলতে পারবেন না বাংলাদেশের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে। তারপরও তাকেই অধিনায়ক রেখেছে লঙ্কান বোর্ড।

 

 

তবে প্রথম দুই ম্যাচে সফরকারীদের নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা।

 

 

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে প্রায় দুই বছর পর ফিরেছেন লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে। এবারের বিপিএলে ভালো করার সুবাদে এক বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন আভিস্কা ফার্নান্ডো। পেসার দুশমান্থ চামিরাও ফিরেছেন চোট থেকে।

 

 

আক্রমণাত্মক ব্যাটার পাথুম নিশাঙ্কা ইনজুরির কারণে দলে জায়গা পাননি।

 

 

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল>>
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডো, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডয়ারসে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান তুশারা, দুশমান্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে