দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির এমইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে তৃতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে ‘ক্রিকেট লিগ ফর কলেজেস (কলেজ ক্রিকেট লিগ)’। আগামীকাল মঙ্গলবার (৫ মার্চ) শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে এই জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে।

এবার সিলেটের ৮টি কলেজ এই লিগে অংশগ্রহণ করছে।


আয়োজকরা জানান, তৃণমূল থেকে সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে নিয়মিত এই লিগের আয়োজন করা হচ্ছে।

কলেজ ক্রিকেট লিগের সফলতা কামনা করে শুভকামনা জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

এদিকে, কলেজ ক্রিকেট লিগকে সামনে রেখে কাল রোববার ক্যাপ্টেনস মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজিন সালেহ, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান পলাশ, এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি মনসুরুজ্জামান শেখ ইমন, সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরী প্রমুখ।

দায়িত্বশীলরা ক্রিকেট লিগকে নিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন ক্যাপ্টেনদের।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে