কোনো অছাত্র, অনুপ্রবেশকারী ও মাদকসেবী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে পদধারী হবে না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নেতারা। 

 


সোমবার বিকেল সাড়ে ৩টায় বিশ্বিদ্যালয় প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. রিপন মিয়া ও উপ তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব। তারা দুজনই ছাত্রলীগের শাহজালাল বিশ^বিদ্যালয় ইউনিটের তত্ত¡বধায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। 

 

আগামীকাল মঙ্গলবার শাবি ছাত্রলীগের কর্মীসভা উপলক্ষে পূর্ব প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে এ সংবাদসম্মেলন ডাকেন ছাত্রলীগের নেতারা। এতে কর্মীসভার সার্বিক প্রস্তুতির পাশাপাশি কমিটিতে পদপ্রত্যাশীদের সার্বিক বিষয়েও কথা বলেন।  

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী সংসদের উপ-অটিজম বিষক সম্পাদক মো. ফাহিম চৌধুরী ও সদস্য ইমতিয়াজ রাব্বি।

 

সংবাদসম্মেলনে সহ-সভাপতি মো. রিপন মিয়া বলেন, ‘গঠনতন্ত্রের আলোকে যোগ্য, মেধাবী ও ক্লিন ইমেজধারী এবং এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে এমন কর্মীদেরকে কমিটিতে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া দীর্ঘদিন ধরে এ ক্যাম্পাসে ছাত্রলীগের জন্য ত্যাগ স্বীকার কাজ করেছেন এমন কর্মীদের মূল্যায়ন করা হবে।’

 

তিনি বলেন, পদপ্রত্যাশী কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এবং প্রমাণাদি পাওয়া গেলে সেটিও বিবেচনা করা হবে। কোনো অছাত্র, অনুপ্রবেশকারী ও মাদকসেবীকে প্রমোট করা হবে না।’ 

 

উপ তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব বলেন, ‘পদপ্রত্যাশীদের ছাত্রত্ব আছে কিনা-তা বিশ^বিদ্যালয়ের আইনের আলোকে নির্ধারণ করা হবে। এক্ষেত্রে বিশ^বিদ্যালয় প্রশাসনের ব্যক্তিবর্গের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রশাসন যাদের ছাত্রত্ব আছে বলবে, তাদেরকে ছাত্র হিসেবে গণ্য করা হবে।’ 

 

তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কর্মীসভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম / নোমান / মাহি