ফুটপাদত দখলমুক্ত ও অবৈধ স্থাপনার বিরুদ্বে নিয়মিত অভিযান চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। তারই ধারাবাহিকতায় বুধবার (২৭ মার্চ) রাজস্ব কর্মকর্তা ও নির্বহী ম্যজিস্ট্রেট মতিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা নেতৃত্বে নগরীর নয়াসড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
 

ফুটপাতে অবৈধ ভাবে পার্কিং এবং মালামাল রেখে দখল করায় নগদ অর্থদণ্ড প্রদান এবং উচ্ছেদ করা হয়।
 


উল্লেখ্য, গত ১০ মার্চ নগরীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন কাজের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এর পর থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন ও নগরীর ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিরসনে করতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে সিসিক কতৃর্পক্ষ।

 

সিলেটভিউ২৪ডটকম/এসডি-১৩৫৭