হবিগঞ্জে বণ্যপ্রাণী তক্ষক অবমুক্ত করা হয়েছে। তবে এর পাহাড়ী নাম কক্কা। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে বণ্যপ্রানীটি অবমুক্ত করা হয়।
 

এর আগে গত রোববার রাতে শহরের পুরান বাজার বাশহাটা থেকে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে বন বিভাগের লোকজন এটি উদ্ধার করে। ওই ব্যক্তি প্রাণীটিকে বিক্রির উদ্দেশ্যে ৩দিন যাবত লুকিয়ে রেখে ছিল।


অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, জিয়াউল হক, অনুরঞ্জন অধিকারী।
 

এ ব্যাপারে হবিগঞ্জের বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, তক্ষক মানুষের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আবার কিছু কিছু অসাধু ব্যক্তিরা তক্ষক চীন, থাইল্যান্ড বিক্রি করে। এসব থেকে কোটি টাকা আয়ও করে। এগুলো থেকে ক্যান্সার ও ডায়বেটিস রোগের ঔষধের কাচামাল হিসেবে ব্যবহত হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-১৬৮১