শারীরিক অসুস্থতাজনিত কারণে দেশের প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ও লেখক ধ্রুব এষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে তাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

 


প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ধ্রুব এষ ১৯৬৭ সালের ১৭ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ভূপতি রঞ্জন এষ ও মায়ের নাম লীলা এষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

 

তিনি প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। পাশাপাশি তিনি লেখালেখিও করেন। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত মাসিক ‘রহস্যপত্রিকা’র শিল্প সম্পাদক হিসেবে কর্মরত।

 

তিনি প্রায় সাড়ে ৩ হাজার গ্রন্থের প্রচ্ছদের নকশা করেছেন। ১৯৯০ সালের পর কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের অধিকাংশ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন এ খ্যাতিমান প্রচ্ছদ শিল্পী।

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি