সারাদেশের সাথে বিয়ানীবাজারেও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 


 

 

প্রদর্শনী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অফিসার কাজী শারমিন নেওয়াজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মবিন হাই, বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ভজন কুমার ভর্মন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, উপজেলা ভেটোনারি সার্জন ডা. একেএম মোক্তাদির বিল্লাসহ আরো অনেকে।

 

 

 

 

দিনব্যাপী প্রদর্শনীতে গাভী, ছাগল, ভেড়া, পোলট্রি, গৃহপালিত পশুপাখি, প্রাণিজাত পণ্য, প্রাণিসম্পদ প্রযুক্তিসহ ৩৫টি স্টল অংশগ্রহণ করে।

 

 

 

সমাপনি অনুষ্ঠানে প্রদর্শনিতে অংশ নেয়া খামারিদের দুগ্ধজাত গাভী, ছাগল, ভেড়া, গৃহপালিত পশু, নানা ধরনের আধুনিক যন্ত্রসহ পাচ ক্যাটাগরিতে ১৫ জনকে বিশেষ পুরস্কার, নগদ টাকা এবং সনদপত্র প্রদান করা হয়।

 

 

 

 


সিলেটভিউ২৪ডটকম / হাফিজুর / ডি.আর