মৌলভীবাজারের স্থানীয় সাংবাদিকদের নিয়ে 'গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা' বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম।


স্বাগত বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) সারোয়ার আলম প্রমুখ।

কর্মশালায় প্রথম সেশনে রিসোর্স পার্সন হিসেবে সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি বিষয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

দ্বিতীয় সেশনে রিসোর্স পার্সন হিসেবে প্রেস কাউন্সিল এ্যাক্ট ১৯৭৪ এর আলোকে সাংবাদিকদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৪৫ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 


 


সিলেটভিউ২৪ডটকম/তমাল/অনি/এসডি-১৭৭৭